শিশু নিবাসের মেয়েদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এলো বেক্সিমকো ফার্মা

Date: July 2, 2021

Source: The Daily Manabzamin

 

সরকারি শিশু পরিবার বালিকা এতিমখানা নিবাসী মেয়েদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এসেছে বেক্সিমকো ফার্মা। গত বুধবার সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৪২টি সরকারি শিশু পরিবারের (বালিকা) ১৩ বছরের ওপরের ১৭৮৬ জন বালিকার মাঝে ১৮ মাসের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শেখ রফিকুল ইসলাম। তিনি শিশুদের মাঝে প্রজনন স্বাস্থ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণের জন্য বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের এমপি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম ভূঞা (যুগ্ম সচিব), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস-এর পরিচালক (মার্কেটিং) রিজভী উল কবির। বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ মো. নূরুল বাসির, প্রবীণ হিতৈষী হাসপাতালের ডা. নুসরাত জাহান দৃষ্টি, তেজগাঁওয়ের সরকারি শিশু পরিবারের (বালিকা), উপ-তত্ত্বাবধায়ক ঝর্ণা জাহিন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এতিম ও দুস্থ ছেলে-মেয়েদের বিকাশ ও উন্নয়ন নিশ্চিত করতে ৮৫টি সরকারি শিশু পরিবার পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানসমূহে এতিম ছেলে-মেয়েদের লালন-পালন, ভরণপোষণ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণ করা হয়। ৮৫টি শিশু পরিবারের মধ্যে ৪৩টি বালক, ৪১টি বালিকা এবং একটি মিশ্র প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানসমূহের মোট আসন সংখ্যা ১০,৩০০টি, যার মধ্যে বালক আসন ৫৪৫০টি এবং বালিকা আসন ৪৮৫০টি। বালিকাদের জন্য পরিচালিত প্রতিষ্ঠানে (মিশ্রসহ ৪২টি) ১৩ থেকে ১৮ বছরের ১৭৮৬ জন বালিকা নিবাসী রয়েছে।

সমাজসেবা অধিদপ্তর, শিশুদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তি/প্রতিষ্ঠানের যেকোনো সহযোগিতা গ্রহণ করে থাকে। যা বুধবার আনুষ্ঠানিকভাবে ঢাকাস্থ বালিকা নিবাসীদের মধ্যে বিতরণ করার মাধ্যমে উদ্বোধন করা হলো।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এর মালিকানাধীন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বালিকাদের জন্য প্রজনন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (স্যানিটারি ন্যাপকিন) সরবরাহের মাধ্যমে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রত্যেক নিবাসীর আগামী ১৮ মাসের ব্যবহার্য প্রজনন স্বাস্থ্য সামগ্রী (স্যানিটারি ন্যাপকিন) সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠানগুলোর নিকট হস্তান্তর করেছে।

সমাজসেবা অধিদপ্তরে পরিচালক কামরুল ইসলাম চৌধুরী বলেন, এই অধিদপ্তরে যোগদানের পর লকডাউন শুরু হয় ১৪ই এপ্রিল থেকে এবং চলে টানা একমাস। পরবর্তীতে মে মাসে পরিদর্শন করতে থাকি সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরিদর্শনকালীন শিশু পরিবারের অনাথ শিশুদের জন্য মাথাপিছু বরাদ্দ অপ্রতুল বিবেচনায় ১৩-১৮ বছর বয়সী বালিকাদের বয়োঃসন্ধিকালের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজনীয়তা অনুভব করি। সারা দেশের ৪২টি বালিকা এতিমখানায় ১৭৮৬ জন নিবাসীর স্বাস্থ্য সুরক্ষা ব্যয়বহুল চিন্তা করতেই দেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর বিশেষ করে বেক্সিমকো গ্রুপের বিষয়টা মাথায় আসে।

অনুজপ্রতিম সহকর্মী দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরুজ মাহমুদ ও নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজুর সঙ্গে বিষয়টা বলার সঙ্গে সঙ্গেই ইতিবাচক সাড়া দেয় এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এমপি মহোদয়ের একান্ত সচিব জাহিদ স্যারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। স্যারের সহায়তায় উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আবেদনসহ সাক্ষাৎ করি। সমাজসেবা অধিদপ্তরের ডিজি শেখ রফিকুল ইসলাম আমাকে এ ব্যাপারে উৎসাহ দেন।